Connecting You with the Truth

রংপুর পীরগাছায় কাল বৈশাখী ঝড়ে ২ জনের মৃত্যু ১০ জন আহত

Pirgachha Photo, 24-05-15পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দু’দফা কাল বৈশাখী ঝড়ে গত শনিবার রাতে এক বৃদ্ধাসহ ২ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নে ৫ শতাধিক কাচা ঘরবাড়ি এবং কয়েক হাজার গাছপালা ভেঙ্গে পড়েছে। ওই দিন রাতে গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে রাত সাড়ে ৮ থেকে পরদিন বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ২০ ঘন্টা গোটা উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮ টা ও ২ টার সময় দু’দফা কাল বৈশাখী ঝড় পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নে আঘাত হানে। এসময় প্রচন্ড ঝড়ো হাওয়ায় উপজেলার কল্যাণী ইউনিয়নের তালুক উপাসু গ্রামের রুহুল আমিনের ছেলে আশরাফুল ইসলাম (২০) গাছ চাঁপা পড়ে এবং কৈকুড়ী ইউনিয়নের মোংলা কুটি গ্রামের মৃত ছফের উদ্দিনের স্ত্রী জয়গুন বেগম (৬৫) ঘর চাঁপা পড়ে মারা যান। এছাড়াও অন্তত ১০ ব্যক্তি আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। ওই দিন দু’দফায় প্রায় এক ঘন্টা সময় ধরে ঝড়ো হাওয়ায় উপজেলার ৯টি ইউনিয়নে ৫ শতাধিক কাচা ঘরবাড়ি এবং কয়েক হাজার গাছপালা ভেঙ্গে পড়েছে। ওই দিন রাতে গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে রাত সাড়ে ৮ থেকে পরদিন বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ২০ ঘন্টা গোটা উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিকাল ৪ টায় পীরগাছা বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হলেও এখনো গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। ঝড়ে দেবী চৌধুরাণী ডিগ্রী কলেজের ২শ’ হাত টিনের চাল, চৌধুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭টি কম্পিউটার, ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার ২টি কক্ষসহ কল্যাণী, দেউতি, ছাওলা, তাম্বুলপুর, পীরগাছা সদর, কৈকুড়ী ও কান্দি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে গতকাল রোববার পীরগাছা উপজেলা চেয়ারম্যান আফছার আলী ও উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং নিহত ২ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে বিতরন করেন।

Comments