Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর সদর মডেল মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন


অামিরুল ইসলাম, রংপুরঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় সদর উপজেলার পাগলাপীরে মডেল মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার পাগলাপীর আল জামিয়াতুল ইসলামীয়া নূরুল কুরআন মাদ্রাসার পশ্চিম দিকে মসজিদটি’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সদর উপজেলার সফল চেয়ারম্যান নাছিমা জামান ববি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, গণপূর্ত রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী, ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, রাজনীতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীবৃন্দ। মসজিদটি নির্মাণ কাজের ব্যায় হবে ১৩কোটি ৫০লক্ষ টাকা। কাজ শুরুর এক বছরের মধ্যে দৃষ্টি নন্দন মসজিদটি নিমার্ণ কাজ সমাপ্ত করা হবে বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ এপ্রিল দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম দফায় সারা দেশের ৯টি স্থানের মধ্যে রংপুর জেলা সদর উপজেলার এ মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave A Reply

Your email address will not be published.