রবিবার থেকে তিন মাস চলবে সিম পুনঃনিবন্ধন
আগামী রবিবার থেকে মোবাইল সিম পুনঃনিবন্ধন শুরু হচ্ছে। তিন মাস আগামী তিনমাস চলা এই কার্যক্রেম সঠিকভাবে নিবন্ধনকৃত সিম যাচাইয়ের সুযোগ থাকছে। বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই তথ্য জানিয়েছেন।
তারানা হালিম বলেছেন, গ্রাহকরা কিভাবে সিম নিবন্ধন করবেন তা রবিবারের মধ্যে জানিয়ে দেয়া হবে। প্রাথমিকভাবে ঐদিনই সিম পুনঃনিবন্ধন শুরু হবে।
যারা ইতোমধ্যে সঠিকভাবে সিম নিবন্ধন করছেন, তাদের যাচাই করে নিতে হবে। যাচাইয়ে যদি দেখা যায় নিবন্ধন সঠিকভাবে হয়নি তাহলে সিম পুনঃনিবন্ধন করতে হবে।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর