Connecting You with the Truth

রাঙ্গামাটিতে নব নির্বাচিত পৌর মেয়র ও কমিশনারদের দায়িত্বভার গ্রহন

rangamathiউচিংছা রাখাইন, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী ১১জন কমিশনার নিয়ে আজ আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি রাঙ্গামাটি পৌরসভার বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরীর কাছ থেকে তার দায়িত্বভার গ্রহন করেন।
দায়িত্বভার গ্রহন উপলক্ষে আজ সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে এক বিদায়ী ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, নব নির্বাচিত মেয়ার আকবর হোসেন চৌধুরী, বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল তানভির আলম খান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাহাবুবুবর রহমান, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।অনুষ্ঠানে বক্তারা পর্যটন শহর রাঙ্গামাটিকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Comments