Connecting You with the Truth

রাজশাহীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু

বজ্রপাতরাজশাহী সংবাদদাতা: রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে যারা মারা গেছেন তারা হলেন ঘাষিগ্রাম ইউনিয়নের আতা নারায়ণপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), হাততৈড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের শ্রী সৈত চন্দ্র (৩০)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে পুল্লাকুড়ি গ্রামের জালাল উদ্দিন ও মোল্লা ডায়িং গ্রামের ছমির উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (২৮) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জালাল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments