রাজাপুরে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি, অগ্নিদগ্ধ ১
রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘরের মালিক বজলুর রহমান জানান। এছাড়া মাকছুদা (৪০) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন।
গৃহকর্তা বজলুর রহমান জানান, রাতে তারা ঘুমিয়ে পড়লে আকস্মিক তার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামবাসী এগিয়ে এলেও বসত ঘরটি রক্ষা করতে পারে নি তারা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হওয়ার পূর্বেই ঘরটি পুড়ে যায়। গৃহকর্তা বজলুর রহমান অভিযোগ করেন, শত্র“তাবশত তার ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে কে বা কারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের নাম বলতে পারেন নি।
শুক্রবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।