রুহিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
মজহারুল ইসলাম বাদল, রুহিয়া: ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার ০১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামে সানী নামের ৭ মাসের একটি শিশু পুত্রের পুকুরে ডুবে মৃত্যুর খবর জানা যায়। ঘটনাটি ঘটে গত ১ এপ্রিল শনিবার বেলা ১১ টায়। জানা গেছে, সাইফুল্লাহ ও তার স্ত্রী দুজনে শিশুটিকে বারান্দায় ঘুমিয়ে রেখে মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করেন। কাজ শেষে বাড়ি ফিরে এসে তাদের ৭ মাসের শিশু পুত্রকে যথাস্থানে না পেয়ে অনেক খোঁজাখুজি করেন। এর এক পর্যায়ে তার বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে উক্ত শিশু পুত্রকে মৃত অবস্থায় পাওয়া যায়। সাইফুল্লাহর শিশু পুত্রের মৃত্যুর খবর জানাজানির পর কুজি শহর গ্রামে শোকের ছায়া নেমে আসে। এবং শিশুটিকে এক নজর দেখার জন্য মানুষের ঢল নামে। ঘটনাস্থল রুহিয়া থানার উপ-পরিদর্শক হাফিজ ও তসির পরিদর্শন করেন। ০১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, “এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে একটি ইউ,ডি মামলা হিসাবে নথি ভুক্ত করা হয়েছে।