Connecting You with the Truth

রোহিঙ্গা গণ-হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বাংলাদেশ মানবধিকার কমিশনের মানববন্ধন

মফিজ উদ্দীন,ময়মনসিংহ: মিয়ানমার মুসলিম রোহিঙ্গা গণ-হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলার ন্যায় ময়মনসিংহ শম্ভুগঞ্জ মোড়ে বাংলাদেশ মানবধিকার কমিশন এবং বাংলাদেশ মানবধিকার নাট্য পরিষদ শম্ভুগঞ্জ আঞ্চলিক শাখা এর যৌথ উদ্যোগে বুধবার (২০ সেপ্টম্বার) সকালে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে। বাংলাদেশ মানবধিকার কমিশন শম্ভুগঞ্জ শাভার সভাপতি শাহ-জাহান সাজু ও বাংলাদেশ মানবধিকার নাট্য পরিষদ সভাপতি রাজীব সাহা‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির, ডাঃ মোসারফ হোসেন, আওমীলীগ নেতা মোসলেস উদ্দিন, যুবনেতা আজিজুল হক, বৈদ্যুতিক কারীগরি শম্ভুগঞ্জ শাখার সভাপতি নয়ন রহমান, মানবধিকার নেতা আসাদুজ্জামান . কিন্টারগার্ডেন এসোসিয়েশন সভাপতি ইদ্রিস আলী, রেনেসা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ আরও অংশ গ্রহন করে শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, নূরুল উলুম মাদ্রাসা, শম্ভুগঞ্জ ইউ-সি উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু পরিষদ শম্ভুগঞ্জ শাখা, রেনেসাঁ স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ হাউজিং লিঃ, আল-হেরা ক্যাডেট মাদ্রাসা, হাজী ট্রেডার্স প্রভিটা ফিড, লাল সবুজ ঐক্য যুব সংঘ, ময়মনসিংহ জেলা বৈদ্যুতিক কারিগরী শ্রমিক ইউনিয়ন শম্ভুগঞ্জ শাখাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এতে অংশ গ্রহন করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা ধর্মীয় বিষয়ে নয় মানবতার বিষয়ে বলতে চাই একজন মানুষ হিসাবে এই হত্যার নিন্দা জানাই অবিলম্বে এই নির্যাতন বন্ধ করে রহিঙ্গাদের নিজেদের পৈতিক ভিটায় বসবাস করার সুযোগ করতে হবে মিয়ানমার সরকারকে। যেভাবে হত্যা চালিয়েছে সেই রকম হত্যা পৃথিবীতে আর হয়েছে কি আমাদের জানা নাই। মিয়ানমারে গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়াও দাবী জানায় নেতৃবৃন্দরা।

Comments