লক্ষ্মীপুরে কলম ও ফুল দিয়ে শিক্ষার্থীদের বরন করলো ছাত্রলীগ
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কলম ও রজনীগন্ধা ফুল দিয়ে এসএইচসি প্রথম বর্ষের প্রায় নয় শতাধিক নবীন শিক্ষার্থীদের বরন করেছে কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগ। রোববার বেলা ১১টার দিকে কলেজ মিলনায়তনে প্রথম বর্ষের উদ্ধোধনী ক্লাস উপলক্ষ্যে নবীন বরণ অনুষ্ঠানে তাদের বরণ করা হয়।
ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রায়হান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজুর সঞ্চালনায় এতে প্রধান অতিরি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহব্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, জেলা জাতীয় পার্টির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য বাবুল হোসেন, ইউপি সদস্য মো. সেলিম, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহব্বায়ক গৌতম মজুমদার প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জহিরুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিকু, সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমানসহ এইচএসসি ১ম বর্ষের প্রায় নয় শতাধিক শিক্ষার্থী। শেষে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা।