Connecting You with the Truth

লক্ষ্মীপুরে জাতীয় মহিলা সংস্থা’র জঙ্গি বিরোধী মানববন্ধন

Pic (1)

রুবেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার লক্ষে ও সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন জাতীয় মহিলা সংস্থার লক্ষ্মীপুর শাখার নেত্রীবৃন্দ। আজ রোববার দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো.জিল্লুর রহমান চৌধুরী ,পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান , একে এম সালাউদ্দিন টিপু, লক্ষ্মীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাজাহান কামাল, লক্ষ্মীপুর জেলা মহিলা সংস্থার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা , নারী নেত্রী মমতাজ বেগমসহ প্রমুখ।

Comments
Loading...