লক্ষ্মীপুরে নিখোঁজের ২ দিনেও উদ্ধার হয়নি শিশু মাহি
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার শশ্মনঘাট এলাকায় রহমতখালী খালে ডুবে মাহি (২) নামে এক কন্যা শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের দু’দিন পেরিয়ে গেলেও মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর টা পর্যন্ত ফায়ারসার্ভিসের ডুবরিদল ও স্থানীয়রা চেষ্টা করেও শিশুটির সন্ধান পায়নি।
এর আগে সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাসার সামনে খালে পড়ে মাহি নিখোঁজ হয়। নিখোঁজ মাহি লক্ষ্মীপুর পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের আলী আহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা মাহি দাদির সাথে এসে খালে পড়ে যায়। তাৎক্ষণিক চেষ্টা করলেও তাকে উদ্ধার করা যায়নি। এর পর থেকে স্থানীয়দের সহযোগীতা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার জন্য ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার চেষ্টা চলছে।