লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মো. সোহেল রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সদর উপজেলার পাবর্তীনগর ইউনিয়নের সোনাপুর গ্রাম এবং বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের সীমান্ত এলাকার কোরালিয়া খালপাড়ে শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।
গত কাল সকালে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
নিহত সোহেল রানা সদর উপজেলার পবর্তীনগর ইউনিয়নের মধ্যম মকরধবজ গ্রামের মৃত রফিক উল্যার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন, পরে এলাকায় সক্রিয়ভাবে মাদকব্যবস্যা করতেন বলে জানায় স্থানীয়রা।
নিহতের ভাবী রেখা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যার পর তার দেবর বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফিরে আসেন নি। সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন সোহেলকে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, হত্যার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। হত্যাকারীরা তাকে ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যা করেছে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।