লক্ষ্মীপুরে রহস্যজনক প্রাচীন পিলার উদ্ধার (ভিডিও)
https://www.youtube.com/watch?v=2cTlm9VUSOg
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল রহস্যজনক পিলার। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের চকবাজারের গেঞ্জীহাটায় তৃষা এলমোনিয়াম এন্ড ক্রোকারিজ ষ্টোরের মাটি খুঁড়ে রহস্যজনক এ প্রাচীন পিলারটি মেলে। স্থানীয়রা এটিকে ম্যাগনেট পিলার দাবী করলেও পিলারটির ছিলো সম্পূর্ন খোঁসা আকারে। পিলারটির গায়ে লেখা ছিলো আইএস। তবে এর ভিতরে ম্যাগনেট জাতীয় কোন কিছু না মিলায় স্থানীয়দের মাঝে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় ব্যাবসায়ী কপিল উদ্দিন ও সিরাজুল ইসলাম জানান, মাইন উদ্দিনের মালিকানাধীন দোকানের নির্মান ও সংস্কার কাজ করতে গিয়ে শ্রমিকরা মাটি খোড়া মাত্রই রাতে পিলারটির সন্ধান মেলে। স্থানীয়দের ধারনা পিলারটি মেগনেটের হতে পারে । ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনেক জানানোর পরে তাদের আসতে দেরী হওয়ায় রাতভর সবাই পিলারটি পাহারা দেয়। এরপর সকালে পুলিশকে খবর পাঠায়, কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় পৌর মেয়র আবু তাহেরের নিদের্শ পিলারটি মাটি খোঁড়ে উঠানো হয়। শেষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মেয়র পিলারটি নিয়ে দুপুরে সদর থানা পুলিশের কাজে জমা দেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুন ভূঁইয়া জানান, এটি ম্যাগনেট পিলার কিনা এখনো নিশ্চিত নই। তবে প্রত্নতাত্বিক বিভাগকে খবর দিয়ে এটি তাদের কাছে হস্তান্তর করা হবে। তারাই তদ্নত করে বিষয়টি নিশ্চিত বলতে পারবে।