Connecting You with the Truth

লন্ডনে পাতাল রেলে ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজধানী লন্ডনে পাতাল রেলে বুধবার থেকে ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গত কয়েক বছরের মধ্যে এটি জোরালো ধর্মঘট বলে ধারণা করা হচ্ছে।  বেতন বাড়ানোর দাবি ও আগামী সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিনও সারা রাত পাতাল রেল চালু রাখার পরিকল্পনার প্রতিবাদে প্রায় ২০ হাজার কর্মী এই ধর্মঘট করছেন।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৫ টা ৩০ মিনিটে ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত ধর্মঘট চলতে পারে। ধর্মঘটের কারণে পৃথিবীর প্রাচীনতম পাতাল রেল ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। পাতাল ট্রেনে প্রতিদিন লাখ লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে যান।

Comments
Loading...