লালমনিরহাট কালীগঞ্জে বাল্য বিয়ে করতে এসে বরের কারাদন্ড
লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাল্য বিয়ে করতে এসে জাহিদুল ইসলাম (২৪) নামে এক বরকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে বরকে লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ। এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে এ রায় দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী।
দণ্ডপ্রাপ্ত বর জাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাঞ্চেশ্বরের দুল্লারপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম মিয়া জানান, উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রহবি গ্রামের তবারক আলীর মেয়ে দশম শ্রেণির ছাত্রী তাসমিন খাতুনের (১৭) বাল্য বিয়ের আয়োজন চলছিল।
গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে থানা পুলিশ নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে গেলেও বর জাহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে আটক জাহিদুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক কালীগঞ্জ ইউএনও গোলাম রাব্বী বাল্য বিয়ে নিরোধ আইনে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সোমবার সকালে দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলামকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওই পুলিশ কর্মকর্তা।