Connecting You with the Truth

লিবিয়ায় বাংলাদেশি নার্সকে ধর্ষণের পর হত্যা

hospital libya

অনলাইন ডেস্ক: লিবিয়ার বেনগাজিতে নিজের ফ্ল্যাটে ধর্ষণের পর হত্যার শিকার হলেন এক বাংলাদেশি নার্স। শনিবার এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য লিবিয়ান অবজারভার।
প্রতিবেদনে বলা হয়,ওই নার্সকে হত্যার আগে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বুধবার নিজের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নার্সের নাম প্রকাশ করা হয়নি।
তাবাল্লিনো এলাকার ফ্ল্যাটে থাকতেন ওই বাংলাদেশি নার্স। তিনি লিবিয়ান রেড ক্রিসেন্টের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ইবনে সিনা পলিক্লিনিকে কাজ করতেন।
সূত্রের বরাত দিয়ে লিবিয়ান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে ওই নার্সকে কর্মস্থলে দেখা যায়নি। তার মোবাইলও বন্ধ ছিল। পরে তার সহকর্মীরা খোঁজ নিতে তার ফ্ল্যাটে গেলে ওই নাসের মরদেহ দেখতে পান তারা।
তবে বেনগাজি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোনও প্রতিবেদন দেয়নি। মন্তব্য করেনি ইবনে সিনা পলিক্লিনিক কর্তৃপক্ষও।

Comments