Connecting You with the Truth

শার্শায় ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক

1454762564কামাল হোসেন, বেনাপোল: যশোরের শার্শা সীমান্তে পাকশিয়া বাজার থেকে শনিবার ভোরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভিনা (৩২) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।সে পাকশিয়া গ্রামের ফুলছদ্দির মিয়ার স্ত্রী।

শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গোপন সংবাদে যশোর মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শার্শার পাকশিয়া বাজারে অভিযান চালায়। এসময় পারভিনা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Comments
Loading...