Connect with us

দেশজুড়ে

মুন্সীগঞ্জে বৌদ্ধ বিহার পরিদর্শনে দুই মন্ত্রী

Published

on

Snapshot - 44রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নাটেশ্বরে প্রত্নস্থান পরিদর্শন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠার শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতিক সচিব আকতারী মমতাজ, চীনের ডেপুটি অ্যামবেসেডর মি. ইয়াং সি, অধ্যাপক ড. সুফী মোস্তাফিজুর রহামান প্রমুখ।
সাংবাদিকরা মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের আবিস্কৃত বৌদ্ধ বিহারসহ রামপালের দিঘি দখল মুক্ত করে একটি আরকিউলজিকাল পার্ক তৈরি করার প্রস্তাব রাখেন। পর্যটন মন্ত্রী রাশেদ খান বলেন, নাটেশ্বর তথা বিক্রমপুরে পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করা হবে। একজন পর্যটক ১১ জনের কর্মসংস্থান করেন।
এদিকে সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মাটির নিচে ইতিহাস, পূরার্কীতি চাপা পড়ে ছিলে দীর্ঘ বছর, অগ্রসর ফাউন্ডেশন তা উন্মুচন করেছে মানুষরে কাছে। বক্তব্য শেষে নূহ-উল-আলম নাশ্বেরের বৌদ্ধ বিহারের খননের কাজ এবছরের জন্য সমাপ্ত ঘোষণা করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *