শিবপুরের বরইতলায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
নিজস্ব প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাওছার আলমের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী পালন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গত ১৭ মার্চ বাদ আছর বরইতলা বাসস্ট্যান্ড কাউছার মার্কেটে ঘরোয়া পরিবেশে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। এ সময় মস্তফা কামাল শামীম, নাইম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, মুরাদ ভূঁইয়া, রাসেল, জয়নাল আবেদিন, খোরশেদ আলোম, ইউনুছ প্রধান, ডা. কামাল, মজিবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত এবং দেশবাসীর শান্তি কামনা করে মোনাজাত করেন।