Connect with us

দেশজুড়ে

পার্বতীপুরে দুই রেল ইঞ্জিনের সংঘর্ষ, চালক বরখাস্ত

Published

on

পার্বতীপুর প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে লোকোশেড এলাকায় ব্রডগেজ লাইনে (বিজি) দুটি ইঞ্জিনের মধ্যে সংঘর্ষের ঘটনায় লাইনচ্যুত হয়েছে একটি ইঞ্জিন।
দুর্ঘটনার পরপরই দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দুটি ইঞ্জিনের চালক তহিদার রহমান (টিকিট নং ৪৮১) ও গোলাম বারিককে (টিকিট নং ৪৭৬) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৮টায় দিকে পার্বতীপুর রেলওয়ে লোকোশেডের ব্রডগেজ কি-পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর রেলওয়ে লোকোশেড ইনচার্জ আব্দুল করিম জানান, রাত ৮টার দিকে লোকোশেড এলাকায় সানটিং করার সময় ব্রডগেজ লাইনের কি-পয়েন্টে ক্রসিং করতে গিয়ে ইমার্জেন্সি পাইলটের (ইঞ্জিন নম্বর-৬৩০৫) সাথে আন্তঃনগর নীলসাগর ট্রেনের জন্য প্রস্তুতকৃত পাইলটের (ইঞ্জিন নম্বর-৬৫২৪) সংঘর্ষ হয়। এ সময় ইমার্জেন্সি পাইলটটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ক্রেনের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
দুর্ঘটনার পরপরই বিষয়টি রেলের পশ্চিম জোনের পাকশী ডিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাদের নির্দেশে ওই দুটি ইঞ্জিনের চালক তহিদার রহমান ও গোলাম বারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান আব্দুল করিম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *