Connecting You with the Truth

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর ব্যুরো  :  দেশের সকল সেক্টরে শ্রমিকদের ঈদের আগেই বেতন-বোনাসসহ সকল পাওনা পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রংপুর মহানগর শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেসক্লাব চত্তরে কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের নগর শাখার আহ্বায়ক কমরেড মাজিরুল ইসলাম দুলাল। বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাসদ নেতা মমিনুল ইসলাম, প্রভাষক অমল সরকার, শ্রমিক ফ্রন্টের নেতা নিপেন রায় প্রমূখ।

নেতৃবৃন্দ ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর প্রতিবাদ জানান। কালো টাকার মালিক, সিন্ডিকেট ব্যবসায়ী, নিরব চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না। কোন কোন ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্ন বিদ্ধ। নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমিকদের ১মাসের মজুরীর সমান বোনস, বেতনসহ সকল পাওনা ১০জুলাই এর মধ্যে পরিশোধ ও সকল শ্রমজীবিদের আর্মি রেটে রেশনিং চালুর দাবি জানান।

এ ছাড়া পচা গম আমদানি, সেই পচা গম ভিজিডি, ভিজিএফ, কর্মসৃজন প্রকল্পে বন্টন করার ষড়যন্ত্রে খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের প্রত্যক্ষ ভূমিকার তীব্র নিন্দা ও তার পদত্যাগ দাবি করেন।

Comments
Loading...