Connecting You with the Truth

শ্রীনগরে লক্ষী পূজার প্রতিমা মেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

img_9492মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সোলঘর ইউনিয়নের শত বছরের ঐতিহ্য দশমী মেলা, লক্ষী প্রতিমা মেলা, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ১১ টায় ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলামের নিজস অর্থানে প্রতিমা মেলা ও পুরস্কার বিতরণ করা হয়। বিকালে দশমী মেলায় মুখরোচক খাবার ও খেলনার দোকানে হাজারো লোকের ভীর দেখা যায। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ষোলগর ইউনিয়ানের চেয়ারম্যান আজিজুল ইসলাম সহ ইউনিয়নের সকল মোম্বার গন।
প্রতিমা প্রতিযোগীতায় এ সময় প্রতিমা মেলায় অংশ গ্রহণ করে জেলার বিভিন্ন উপজেলার ৭ টি প্রতিমা।

Comments
Loading...