সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ লতিফ সিদ্দিকীর
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন আব্দুল লতিফ সিদ্দিকী। মঙ্গলবার দশম সংসদের সপ্তম অধিবেশনের প্রথম কার্যদিবসে যোগ দিয়ে লিখিত বক্তব্য পাঠের পর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও নিজ দল আওয়ামী লীগ থেকে অপসারিত হন লতিফ সিদ্দিকী।
বাংলাদেশেরপত্র/এডি/আর