Connecting You with the Truth

সালথায় “লিপি” হত্যা মামলার রহস্য উদঘাটন ; গ্রেফতার ১

সালথা (ফরিদপুর )প্রতিনিধি , মজিবর রহমান ঃgf
ফরিদপুরের সালথায় উপজেলায় লিপি হত্যা মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে সালথা থানা পুলিশ।প্রধান আসামীকেও গ্রেপতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের শাহজাহান মাতুব্বরের স্ত্রী লিপি বেগমকে গত ২৮.০৬.২০১৫ তারিখ সন্ধ্যাা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। অনেক খোঁজাখুঁজির পর গত ২৯.০৬.২০১৫ইং তারিখ সকালে বসত বাড়ি হতে অনুমান ৩০০গজ পূর্বে জনৈক সালাম মাতুব্বরের পাট ক্ষেতের মধ্যে লিপি বেগমের লাশ পাওয়া যায়।
লাশ খুঁজে পাবার পর নিহতের ভাই ওহিদ মোল্যা বাদী হয়ে অঞ্জাতনামা আসামীদের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে, শুরু হয় তদন্ত কার্যক্রম। মামলা রুজু হবার পরপরই সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভাংগা সার্কেল) মোঃ শামছুল হক পিপিএম এবং অত্র থানার ওসি ডি এম বেলায়েত হোসেন সরেজমিনে উপস্থিত হইয়া মামলাটির তদারকি শুরু করেন এবং চৌকস এস আই মোঃ জিল্লুর রহমানকে সার্বক্ষনিক তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব প্রদান পূর্Ÿক দিক নির্দেশনা প্রদান করেন।
মামলার তদন্তকারী অফিসার দীর্ঘ ৯(নয়) মাস পর গত ১লা এপ্রিল ২০১৬ তারিখে আসামী মোঃ লিয়াকত ওরফে পাউচা খালাসীকে গ্রেপ্তার করার পর মামলার মূল রহস্য উদঘাটিত হয়। উল্লেখিত আসামী তাহার সহযোগিদের নিয়ে এ হত্যা ঘটনা ঘটাইয়াছে বলিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ভিকটিমের পরিবারের সদসরা এ মার্ডারের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের অতি সত্বর গ্রেপ্তার পূর্ব্বক আইনের কাছে সোপর্দ করার দাবী জানিয়েছেন।

Comments
Loading...