Connecting You with the Truth

সালমানকে দোষী সাব্যস্ত করলো সুপ্রিম কোর্ট

salman_bg_223899405রঙ্গমঞ্চ ডেস্ক:
বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করলো সুপ্রিম কোর্ট। রাজস্থান উচ্চ আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে বুধবার (১৪ জানুয়ারি) এ রায় ঘোষণা করা হয়। সালমানের বিরুদ্ধে এ রায় বহাল রাখা হবে কি-না উচ্চ আদালতকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে ভারতের শীর্ষ আদালত। রায়ে বলা হয়েছে, বিদেশে যাওয়ার খুব প্রয়োজন হলে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন সালমান। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির কাজের ফাঁকে ১৯৯৮ সালে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে দুটি চিনকারা ও একটি হরিণ শিকার করেন সালমান। এ কারণে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। কিন্তু নিু আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সেই নির্দেশ স্থগিত রাখে রাজস্থান উচ্চ আদালত। এরপর শীর্ষ আদালতে যায় রাজস্থান সরকার। সেই আবেদনের ভিত্তিতেই রায় দিলো সুপ্রিম কোর্ট। গত বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি এস জে মুখোপাধ্যায় ও এ কে গোয়েলের বেঞ্চ মন্তব্য করে, মামলার বিষয়বস্তু খতিয়ে না দেখে শুধু সালমানের ব্রিটেনের ভিসা পাওয়ার পথ সুগম করতে স্থগিতাদেশ দিয়েছিলো রাজস্থান উচ্চ আদালত। ব্রিটিশ ভিসা পেতে ২০০৭ সালে মামলার রায় স্থগিত করার জন্য উচ্চ আদালতে আবেদন জানান সালমান। ব্রিটিশ অভিবাসন আইন অনুযায়ী, চার বছরের বেশি সাজাপ্রাপ্তকে ভিসা দেওয়া হয় না। সালমনের পাঁচ বছর কারাদণ্ড হওয়ায় তাকে ভিসা দিতে অস্বীকার করে ব্রিটিশ দূতাবাস। ভারতীয় দোষী সাব্যস্তদের পাসপোর্টে দোষী শব্দটি উল্লেখ থাকে। একই ছবির অভিনয়শিল্পী সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু ও নীলমের বিরুদ্ধেও যোধপুরের কাছে প্রাণী শিকারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.