Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরিয়া ও ইরাক থেকে আরও ১২ হাজার শরণার্থী নেবে অস্ট্রেলিয়া

1441777249অস্ট্রেলিয়া সিরিয়া ও ইরাক থেকে অতিরিক্ত ১২ হাজার শরণার্থী নেবে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এ কথা জানান।

ক্যানবেরায় অ্যাবোট সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিয়া ও ইরাক যুদ্ধে সর্বস্ব হারানো আরও অতিরিক্ত ১২ হাজার শরণার্থীকে স্থায়ীভাবে পুনর্বাসন করবে।’ তিনি জানান, যেসব জাতিগত সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়ে জর্দান, লেবানন ও তুরস্কে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে সেই সব নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.