Connecting You with the Truth

সুন্দরগঞ্জে অবৈধ দখলদারদের দৌরাত্বে শোভাগঞ্জ হাট; উন্নয়ন কাজ ব্যাহত

Sundarganj -  সুন্দরগঞ্জ

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী শোভাগঞ্জ হাটে অবৈধ দখলদারদের দৌরাত্বে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।
জানা গেছে, এই হাটটি থেকে সরকার প্রতিবছর অর্ধ কোটির টাকার রাজস্ব পেয়ে থাকে। এ হাট সপ্তাহে দু’দিন বসে শনি ও মঙ্গলবার। এছাড়াও প্রতিদিন বাজার বসে। ৬৪ শতাংশ জমির উপর হাটটি স্থাপিত হলেও স্বাধীনতার ৪৫ বছরও এ হাটে কোন উন্নয়নের ছোয়া লাগেনি। ফলে বর্তমান সরকার গত অর্থ বছরে ৭৬ লাখ ৫৪ হাজার ৫শ ১ টাকা ব্যয়ে উপজেলার প্রকৌশলীর তত্ত¡াবধায়নে শোভাগঞ্জ বাজার গ্রোথ সেন্টার উন্নয়ন প্রকল্প হাতে নেয়।
এদিকে এই হাটের কতিপয় প্রভাবশালী চক্র উপজেলা প্রশাসনের সাথে গোপন আঁতাত করে হাটের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। অবৈধভাবে হাটের জায়গা দখল হয়ে যাওয়ায় হাট এলাকা সংকুচিত হয়ে পড়ছে। ফলে হাটে ক্রয়-বিক্রয় করতে আসা মানুষদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এব্যাপারে সুন্দরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল আলমের সাথে কথা হলে তিনি জানান, জরুরী ভিত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Comments
Loading...