সোনাগাজীতে এসএসসি-সমমানের পরীক্ষার্থী ৩০২৪ জন
সৈয়দ মনির আহমদ, ফেনী: সারাদেশের ন্যায় সোনাগাজী উপজেলায় সোমবার (১ ফেব্রয়ারী) থেকে শুরু হচ্ছে ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮১১জন , বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯২৪ জন , ভোরবাজার বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৯ জন এবং সোনাগাজী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৮১১জন অপরদিকে সোনাগাজী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনালের ৮৯জন পরীক্ষার্থী সহ সর্বমোট ৩০২৪জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন জানান, ইতিমধ্যে চারটি কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে যে কোন অনিয়মের ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ গ্রহন করবো।