Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়নে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত

Published

on

Kurigram Mother & Children Health Workshop photo 31.01.16শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়নে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুড়িগ্রাম সদর হাসপাতালে শহীদ ডাঃ মিলন হলরুমে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ অজয় কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডাঃ এ টি এম বরকতউল্লাহ্, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কিউআইসির উপ-পরিচালক ডাঃ আমিনুল হাসান, ঢাকা এনএনএস, ওপিএ এর উপ-পরিচালক ডাঃ মোঃ মউদুদ হোসেন, কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ মোঃ জয়নাল আবেদীন, স্বাস্থ্য অধিদপ্তরের পিএইচসি’র সহকারী পরিচালক ডাঃ আতিয়ার রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ও ই-হেলথের পিএম ডাঃ লোকমান হাকিম এবং ইউনিসেফের প্রধান ফিল্ড অফিসার ক্রিস্টিন হফার।
এছাড়াও কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের কোয়ালিটি ইমপ্রæভমেন্ট সেক্রেটারিয়েটের অন্যান্য কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ নজরুল ইসলাম। কর্মশালায় কিভাবে মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন ও তা বাস্তবিক ভাবে পালন করা যায় সেসব বিষয়ের রুপরেখাসহ ব্যাপক আলোচনা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *