Connecting You with the Truth

হরিনাকুন্ডু পৌর জামায়াত আমির সহ ২ জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ

images (2)ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌর জামায়াতের আমির বদর উদ্দিন (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার বৈঠাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

হরিনাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈঠাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় নিজ বাড়ির পাশ থেকে পৌর জামায়াত আমীর বদর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, একই সময় পুলিশের পৃথক টিম একই উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে শিবির কর্মী ঈসরাইল হোসেন কে গ্রেফতার করেছে। আটকৃতদের বিরুদ্ধে হরিনাকুন্ডু থানায় একাধীক নাশকতার মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে।

Comments
Loading...