Connecting You with the Truth

হাতীবান্ধায় আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধন

hatibহাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় ও সানিয়াজানে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিতদের পূথক পূথক ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মেডিকেল মোড়ের মানববন্ধনে নেতৃত্ব দেন টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান আতি। নিজেকে ত্যাগী নেতা দাবি করে তিনি বলেন, তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন না দিয়ে সদ্য আওয়ামীলীগের যোগদানকারী বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেনকে মনোনয়ন বানিজ্যের মাধ্যমে তার নামে মনোনয়ন তালিকা দলের কেন্দ্র্রীয় কার্যালয়ে প্রেরন করেছেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাসান মেহেদী অপন, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু, নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ ফজলুল হক ও একই দাবী করেন।
অপর দিকে সানিয়াজান ইউনিয়ন আওয়ামীলীগের ডাকে সানিয়াজান বাজারে অপর এক মানববন্ধনে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ গফুর। এতে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সোয়েবুর রহমান মোস্তাজির ও সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েতুল্যাহ। বক্তারা উক্ত মানববন্ধনে তাদের বক্তব্যে বলেন, তৃণমুল নেতাদের মূল্যায়ন না করে সানিয়াজান ইউনিয়নে সদ্য যোগদানকারী আবুল হাসেম তালুকদারকে মনোনয়নের জন্য সুপারিশ করেছে জেলা আওয়ামীলীগ। তারা ত্যাগী নেতাদের মনোনয়ন দাবী করেন। অপর দিকে টংভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী একরামুল কায়সার তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এক সাংবাদিক সম্মেলনে তাকে দলের মনোনয়ন দেয়ার দাবী জানান। তিনি আরও বলেন, দীর্ঘদিনে ত্যাগী নেতা হিসাবে দল তাকেই মনোনয়ন দিবেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তিনি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য অব্যাহতভাবে গণসংযোগ করে যাচ্ছেন। দল মনোনয়ন বঞ্চিত করলেও জনগনের মানসিকতা বিবেচনা করে স্বতন্ত্র হলেও নির্বাচনে অংশ গ্রহণ করবেন। হাতীবান্ধা উপজেলা আওয়ামলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এবং উপজেলা মনোনয়ন বোর্ডের সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু এ প্রসঙ্গে বলেন, উপজেলা মনোনয়ন বোর্ড প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চুড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহন করেননি। মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশিদের তালিকা শুধুমাত্র দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করেছেন।

Comments
Loading...