Connecting You with the Truth

হাতীবান্ধায় জনগণকে সচেতন করতে ভূমিকম্প মহড়া অনুষ্ঠিত

Hatibandha News 26- 01-16 (2)

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত বাংলাদেশ। লালমনিরহাটের হাতীবান্ধায় এ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনগণকে আগাম প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এ মহড়ার আয়োজন করেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন। মহড়া হিসেবে একদিক থেকে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম সাইরেন বাজিয়ে উপজেলা পরিষদের দিকে ছুটে আসেন। অপরদিক থেকে মেডিকেলের একটি টিম ও থানা পুলিশ ওই স্থানে ছুটে আসেন। এরপর ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত এলাকায় কিভাবে উদ্ধার কাজ চালানো হয় এবং সে এলাকার লোকজনের করণীয় সর্ম্পকিত বিষয় নিয়ে মহড়া প্রদর্শিত হয়। ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে করণীয় সর্ম্পকিত বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, পিআইও ফেরদৌস আহম্মেদ, ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ষ্টেশন ইনচার্জ মনতাজুল ইসলাম, প্ল্যান’র প্রতিনিধি আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সেবক ও সেবিকা আকতার হোসেন, মশিউর রহমান ও উম্মেজান বেগম প্রমূখ।

Comments
Loading...