হিজবুল্লাহর শীর্ষনেতা বিমান হামলায় নিহত
আন্তর্জাতিক ডেস্ক: মুস্তফা আমিনি বদরেদ্দিনলেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার মুস্তফা আমিনি বদরেদ্দিন সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছেন। লেবাননভিত্তিক শিয়াপন্থী এই রাজনৈতিক সংগঠনটির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বড় ধরনের বিস্ফোরণে মুস্তফা আমিনি বদরেদ্দিন নিহত হয়েছেন। হিজবুল্লাহর আল-মানার নেটওয়ার্কের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হলেও এ বিষয়ে ইসরাইল এখনো কোনো মন্তব্য করেনি।
হিজবুল্লাহর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য না জানানো হলেও লেবাননের আল-মায়াদিন টিভি ইসরাইলের ওই হামলার স্থান ও ধরনের কথা জানিয়েছে। মুস্তফা আমিনি বদরেদ্দিন ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইমাদ মুগনিয়ার জ্ঞাতি ভাই এবং ভগি্নপতি। হিজবুল্লাহ সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে এবং প্রেসিডেন্টের সমর্থনে হাজার হাজার সেনা সিরিয়ায় পাঠিয়েছে। ২০১১ সাল থেকে প্রেসিডেন্ট বাশারের সমর্থনে সিরিয়ায় সংগঠনটির সব কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন বদরেদ্দিন। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘বদরেদ্দিন ১৯৮২ সাল থেকে ইসলামী প্রতিরোধের অধিকাংশ অভিযানে অংশ নিয়েছেন।’
আল-মানার ওয়েবসাইটে দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, ‘বিস্ফোরণের ধরন নির্ধারণ, এর কারণ এবং আকাশ থেকে মিসাইল বা কোনো গোলাবর্ষণ কিনা, সেই সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হবে। এতে আরো বলা হয়েছে, ‘আমরা শিগগিরই তদন্তের ফল প্রকাশ করব।’ আল-মানার জানায়, শুক্রবার বিকালেই বৈরুতে বদরেদ্দিনকে সমাহিত করার কথা।
বদরেদ্দিন ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহর সামরিক শাখার একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন এবং গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহর উপদেষ্টা হিসেবেও কাজ করতেন। ২০০৫ সালে বদরেদ্দিনসহ আরো তিন হিজবুল্লাহ সদস্য বৈরুতে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া শীর্ষস্থানীয় আরেক কমান্ডার মুগনিয়েহ এবং বদরেদ্দিন ১৯৮৩ সালে বৈরুতে আমেরিকান মেরিন সেনাদের ব্যারাকে বোমা হামলার সঙ্গেও জড়িত ছিলেন। ওই হামলায় ২৪১ জন নিহত হন। মুগনিয়েহ এবং বদরেদ্দিন আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন। ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ইমাদ মুগনিয়া নিহত হন। কানাডার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (সিএসআইএস) মনে করে, বদরেদ্দিন ইমাদ মুগনিয়ার চেয়েও ‘বেশি বিপজ্জনক’। বিবিসি।