Connecting You with the Truth

হিলিতে ট্রেনে কাটা পড়ে মহিলা নিহত

01

হাকিমপুর প্রতিনিধি : হিলি সীমান্তের রেলওয়েষ্টেশনের পার্শ্বে কামালগেট নামক এলাকায় সীমান্ত পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ফিরোজা বেগম (৪৫) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৫টায় জয়পুরহাট থেকে নীলফামারীগামী নীলসাগর এক্য্রপ্রেস ট্রেনে এঘটনা ঘটে। ফিরোজা বেগম জয়পুরহাটজেলা সদরের আমদৈ এলাকার মৃতিনা গ্রামের মালেক মন্ডলের স্ত্রী। সে বেশ কিছু দিন যাবত হিলি রেলওয়েকলোনী এলাকায় ভাড়া থেকে চোরচালানের কাজ করে আসত।

প্রত্যক্ষ্যদর্শিরা জানান, রোববার বিকেলে ফিরোজা বেগম অবৈধভাবে ভারত থেকে ৪ প্যাকেট জিরা নিয়ে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশের জন্য নীলফামারীগামী নীলসাগর এক্য্রপ্রেস ট্রেনের সামনে দিয়ে দৌড় দিলে সে ট্রেনের নিচে পড়ে গিয়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

হিলি রেলওয়ে জিআরপি ফাড়ির (এএসআই) আকতার ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে অন্যত্র রাখা হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানা থেকে একজন এসআই আসতিছেন। উনি আসার পর তার পরিবারের লোকজন মৃতদেহ নিতে চাইলে তাদের নিকট লিখিত নিয়ে মৃতদেহ দেওয়া হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.