হোসেনপুরের সীমান্তবর্তী এলাকায় অলৌকিক ঘটনা!!
মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর সীমামত্মবর্তী খুর্রশীদ মহল গ্রামে গত সোমবার (২০ এপ্রিল) কালবৈশাখী ঝড়ে একটি রেন্টি কড়ই গাছ প্রায় ৬-৭ ফুট প্রস্থ ও প্রায় ১৬ ফুট দৈর্ঘ্য চৌচালা ঘরের উপর নুইয়ে পড়লে সীমানা জটিলতায় দু পক্ষে গাছটি দাবি করেন। এক পর্যায়ে ঝগড়া সৃষ্টি হলে হোসেনপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ নছরত উলস্নাহ সাহেব তাদের ঝগড়া থামাতে বলেন। পরে তিনি গাছের সামনে গিয়ে কি যেন বলে চলে গেলেন। এর কিছুক্ষন পর এক পক্ষে গাছটির ডালপালা কাটতে শুরো করলে গাছটি হঠাৎ করে সোজা হয়ে দাড়িয়ে পড়ে এবং গাছটি পূর্বের অবস্থান থেকে সরে গিয়ে এক পক্ষের সীমানায় অবস্থান নেয়। এ ঘটনা নিজের চোখে দেখার জন্য হাজার হাজার জনতা ভীর জমাচ্ছে।