হোসেনপুরে বাল্যবিয়ের অনুষ্ঠান পন্ড, কাজী ও বরসহ তিন জনের জেল!
এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল(১২জুন) বাল্য বিবাহের অনুষ্ঠান চলাকালে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমানের সহায়তায় রক্ষা পেল অষ্টম শ্রেণীর ছাত্রী মোছাঃ শিখা আক্তার(১৪)। জানাযায় গতকাল শুক্রবার বিকেলে উপজেলা দক্ষিণ কুড়িমারা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার মেয়ে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ শিখা আক্তারকে (১৪) চরকাওনা গ্রামের মোঃ পিয়েল মিয়া (২০) এর সাথে বিবাহের কার্য সম্পাদনের সময় গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান বাল্য বিয়ে পন্ড করে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাব-কাজী মোহাম্মদ আলীকে ২০দিন, বর মোঃ পিয়েল মিয়া ৭ দিন, বরের পিতা আলাল উদ্দিনকে ৭ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল আদালতে প্রেরণ করেন।