Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হোসেনপুরে স্কুল শিক্ষক শাহজাহান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

picture 77 (1)

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল শিক্ষক শাহজাহান হত্যা কারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বসত্মরের জনতা।

জানাযায়, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার সুরাটি বাজারে ফুলকলি কারিগরি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার লোকজন ওই স্কুলের স্কুলের শিক্ষক মোঃ শাহজাহানের হত্যাকারীর দৃষ্ঠামত্মমূলক শাসিত্মর দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ স্বপন মিয়া, শিক্ষক ওবায়দুর রহমান তানিম, মোঃ ছিদ্দিক মিয়া মোঃ হালিম উদ্দিন প্রমূখ।

উলেস্নখ্য,গত ৩ মার্চ স্থানীয় কয়েকজন চিহ্নিত লোক পূর্বশত্রম্নতার জেরে স্কুল শিক্ষক শাহজাহানকে বেদরক মারধর করে গুরম্নতর আহত করলে গত ১১ মার্চ ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.