Connecting You with the Truth

২০১৫ ও ১৬ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে

imf_586183214আন্তর্জাতিক ডেস্ক:

২০১৫ ও ১৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনর্র্নিধারণ করেছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ)। পুননির্ধারিত প্রবৃদ্ধি অনুযায়ী, ২০১৫ ও ২০১৬ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমে যাওয়াই অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার মূল কারণ বলছে আইএমএফ। আইএমএফ বলছে, ২০১৫ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.৫ শতাংশ। যা ২০১৪ সালের অক্টোবরে নির্ধারণ করা প্রবৃদ্ধির চেয়ে ০.৩ শতাংশ কম। ২০১৬ সালের প্রবৃদ্ধিও পূর্ব নির্ধারিত প্রবৃদ্ধির চেয়ে কমিয়ে আনা হয়েছে। তবে তা ২০১৫’র তুলনায় ০.২ শতাংশ বেশি, ৩.৭ শতাংশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে এ তথ্য জানায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। চীন, রাশিয়া, ইউরো অঞ্চল এবং জাপানের প্রবৃদ্ধির ধীরগতি অর্থনৈতিক প্রবৃদ্ধির কমার পেছনে ভূমিকা রাখবে। তবে তুলনামূলক ভালো অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র।

Comments
Loading...