Connect with us

আন্তর্জাতিক

প্রতিরক্ষা এবং সামরিক চুক্তি সই করল ইরান ও রাশিয়া

Published

on

7299327765c480d2752de117535e0728_XLআন্তর্জাতিক ডেস্ক:

ইরান এবং রাশিয়া প্রতিরক্ষা ও সামরিক খাতে সহযোগিতার বাড়ানোর জন্য মঙ্গলবার সমঝোতা স্মারক সই করছে। ইরানের রাজধানী তেহরান সফররত রুশ প্রতিরক্ষমন্ত্রী জেনারেল সের্গেই শোইগু এবং ইরানের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল হোসেইন দেকান এতে সই করেন। তেহরান ও মস্কোর অভিন্ন স্বার্থ সংক্রান্ত দ্বিপাক্ষিক সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের জন্য এ চুক্তিতে গুরুত্বারোপ করা হয়েছে।  এ ছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে দুই মন্ত্রী। এছাড়া, সব সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদ প্রতিহত করার গুরুত্বারোপ করেছেন তারা। একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে গতকাল তেহরানে পৌঁছেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী শোগুই। ইরান ও রাশিয়া বিশেষ করে প্রতিরক্ষা খাতসহ নানা খাতে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *