Connecting You with the Truth

২৮ এপ্রিল প্রকাশ হতে পারে এলজি’র নতুন স্মার্টফোন

123_560750743রকমারি ডেস্ক:
কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট এলজি তাদের ফ্ল্যাগশীপ স্মার্টফোন আনার পরিকল্পনা করছে। এ বিষয়ে প্রতিবেদনগুলোতে জানানো হয়, ২৮ এপ্রিল বিশ্বের সর্বত্র জি৪’র আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে এলজি। তথ্য মতে, ফ্ল্যাগশীপ পণ্যটির জন্য নির্ধারিত দেশগুলোর মধ্যে আছে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, সিউল, সিঙ্গাপুর এবং ইস্তানবুলের নাম। জি৪’এ প্রত্যাশিত বৈশিষ্ট্যের মধ্যে আছে হেক্সা-কোর কোয়ালকম ø্যাপড্রাগন ৮০৮ চিপসেট, থ্রি জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে এবং ১৬ মেগাপিক্সেল ব্যাক ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া বর্তমানে আমন্ত্রণপত্র থেকে ইঙ্গিত আসছে এতে লেদারের ব্যবহার হতে পারে। আবার এলজি এই ফ্ল্যাগশীপটির বৈশিষ্ট্য কমাতে পারে এমনও সন্দেহ বিরাজ করছে। এলজি’র আগের ফ্ল্যাগশীপ স্মার্টফোন এলজি জি৩, যেটি একইদিন বিশ্বের কয়েকটি স্থানে প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে সেই সফলতার কারণে এবারও তারা একযোগে নতুন হ্যান্ডসেটের ঘোষণা দেবার সিদ্ধান্ত নিয়েছে।

Comments
Loading...