Connecting You with the Truth

৬ বলে ৬ বাউন্ডারি করলেন দিলশান

s-3স্পোর্টস ডেস্ক:
মুদ্রার এপিঠ ওপিঠ একসাথেই দেখলেন মিচেল জনসন। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই ফেরালেন লংকান ওপেনার লাহিরু থিরিমান্নেকে। সেটা দ্বিতীয় ওভারের ঘটনা। কিন্তু ৬ষ্ঠ ওভারে এসে এ কিসের মুখোমুখি হলেন তিনি! একা দিলশান হতভম্ব করে দিলো জনসনসহ সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পুরো গ্যালারিকে। মিচেল জনসনের বিপরীতে ব্যাটসম্যান ছিলেন তিলকারতেœ দিলশান। ওভারের শুরু থেকেই চড়াও হলেন লংকান ওপেনার প্রথম বলেই লংঅফ দিয়ে বাউন্ডারির বাইরে পাঠালেন জনসনকে। দ্বিতীয় বলে আবার! স্টেইট শটে এক বাউন্সে আবারও বাউন্ডারিছাড়া হলেন অসি পেসার। তৃতীয় বলে আবারও বাউন্ডারি। এবার হলো ডিপ মিডউইকেটের ওপর দিয়ে। এবার ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে চতুর্থ বলকে মাঠছাড়া করলেন দিলস্কুপ। টানা চারটি বাউন্ডারি দিশেহারা মিচেল জনসন। এ অবস্থায় আবারও বল করতে এলেন এবং আবারও চার। এবার কভারের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকালেন দিলশান। ৬ষ্ঠ বলে টানা ৬ বাউন্ডারি মারলেন এক্সট্রা কভারের ওপর দিয়ে। ৬ বলে এলো ২৪ রান। দিলশানের হাতে বেদম পিটুনি খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল মিচেল জনসনও।

Comments
Loading...