Connecting You with the Truth

৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর এবার ‘শিকার’-এর তালিকায় যোগ হল পাকিস্তানের নাম, রচিত হল বাংলাদেশের ক্রিকেটের আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তামিম ইকবালের টানা দ্বিতীয় শতক এবং মুশফিকুর রহিমের আরেকটি চমৎকার ইনিংসের সুবাদে দ্বিতীয় ওয়ানডেও সহজেই সাত উইকেটে জিতে নিলো মাশরাফির দল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তামিম ইকবাল। আগামী বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেও জিততে পারলে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করার উচ্ছ্বাসে ভেসে যাবে টাইগাররা। এর মাঝেই জানানো হয়েছে আগামী ম্যাচে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে টাইগার বাহিনী। শের- ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে আজহার আলী ও সরফরাজ আহমেদ যোগ করেন ৩৬ রান। কিন্তু এরপর মাশরাফি-সানি-সাকিবের অসাধারণ বোলিংয়ে দলীয় ৭৭ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। এরপর ৪৪ রান করে আউট হন হারিস সোহেল। তবে সপ্তম উইকেটে দলের হয়ে মূল্যবান ৮৫ রান যোগ করেন সাদ নাসিম ও ওয়াহাব রিয়াজ। নাসিমের ৭৭ ও রিয়াজের অপরাজিত ৫১ রানে, ২৩৯ রানের ফাইটিং স্কোর পায় পাকিস্তান। জবাবে, ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২২ রান যোগ করে সৌম্য আউট হন ব্যক্তিগত ১৭ রানে। এরপর ২য় উইকেটে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ৭৮ রান যোগ করেন তামিম। মাহমুদুল্লাহ ১৭ রানে ফিরে গেলেও, মারমুখী ঢংয়ে খেলতে থাকেন তামিম। তামিম-মুশফিক জুটিতে ১১৮ রান হবার পর ফিরে যান মুশফিক। এরপর তামিম-সাকিব জুটি ম্যাচ জিতিয়েই ফেরেন মাঠ থেকে।

Comments
Loading...