Connecting You with the Truth

দুদকের মামলায় কুসিক মেয়রকে গ্রেফতারে পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলাবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

একই সঙ্গে আদালত মনিরুল হক সাক্কুর স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশও দিয়েছেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের পর টানা দুবার মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা মনিরুল ইসলাম সাক্কু। এর মধ্যে সবশেষ গত ৩০ মার্চ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আনজুম সুলতানা সীমাকে পরাজিত করেন।

Comments