Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে তিন কৃতি সন্তানের সংবর্ধনা দিল এলাকাবাসি


রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌসভাধীন রংপুরিয়া বাজার এলাকার তিন কৃতি সন্তানকে সংবর্ধনা দিলেন এলাকাবাসি। গত ২৬শে আগষ্ট রাতে রংপুরিয়া বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান চাল কল মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় বক্তব্য রাখেন পৌর আ’লীগ সভপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকার, শিক্ষক এনামুল হক প্রমুখ।
রংপুরিয়া বাজারের মোঃ আইনুল হকের ছেলে আহসান হাবিব গত ২রা এপ্রিল নিজ বাড়ি থেকে রওয়ানা বাই সাইকেল যোগে বাংলাদেশের ৬৪টি জেলা সফলতার সাথে ভ্রমণ করায় তিনাকে এলাকাবাসি সংবর্ধনা দেন। এদিকে একই এলাকার হাসির মুন্সি ওরফে হাসেন মুন্সির ছেলে মশিউর রহমান ৩৬তম বিসিএস এ কৃতকার্য হওয়ায় তিনিও এ সংবর্ধনা পান এলাকাবাসির পক্ষ থেকে। অপরদিকে মৃত মনিরউদ্দিনের ছেলে আলমগীর হোসেন বিসিএস এ অধ্যায়নরত থাকায় তাকেও সংবর্ধনা দেওয়া হয় একই অনুষ্ঠানে।

 

Leave A Reply

Your email address will not be published.