Connecting You with the Truth

চট্টগ্রামে দুস্হ ও গরীব মেহনতী মানুষের পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা সামিন ইয়াসির আমীন।

করোনা ভাইরাস প্রতিরোধে খাদ্য সামগ্রী নিয়ে খেটে খাওয়া, হতদরিদ্র অবহেলিত মানুষের ঘরে ঘরে পৌছে দিলেন -১০ আসনের এম.পি ডাঃ আফছারুল আমীন এর সুযোগ্য ভাতিজা সামিন ইয়াসির আমীন।
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পাহাড়তলী ও হালিশহর থানাস্থল ওর্য়াড ভিত্তিক পর্যায়ক্রমে অসহায় দরিদ্র, জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন তিনি। এছাড়া হালিশহর ও পাহাড়তলী ছাত্রলীগ নেতা কর্মীদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অন্তত ৬০০ টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়, তার মধ্যে ৭০জন ছিল নিম্ন মধ্যবিত্ত ছাত্রলীগ পরিবার।ত্রান বিতরণে উপস্হিত ছিলেন- হালিশহর থানা ছাত্রলীগ নেতা-রায়হান পারভেজ, সায়ান আল সাকিব, লিওন,অন্তর, শান্ত,মাহি, পাহাড়তলী ছাত্রলীগ নেতা-আল আমীন, রকি, হৃদয়, সহ প্রমুখ।
এই বিষয়ে জানতে চাইলে সামিন ইয়াসির আমীন বলেন-এই বিপদের দিনে মানুষের পাশে থেকে মানুষের পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি এই সংকটময় মুহূর্তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে দেশের স্বার্থে, দশের স্বার্থে ।

Comments
Loading...