Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রানীশংকৈলে বিএনপির ৫০ নেতাকর্মী আ’লীগে যোগদান

download
রানীশংকৈল (ক্রাইম) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গত ১৩ জানুয়ারী কদমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সন্ধ্যায় আ’লীগ ওর্য়াড সম্পাদক দুলালের উদ্যোগে ও ইসমাঈল হোসেনের সভাপতিত্বে প্রায় ৫০জন বিএনপি’র নেতাকর্মী আ’লীগে যোগদান করেছেন। জানা গেছে, এউপজেলার ৪ নং লেহেম্বা ইউপি’র উমরাডাঙ্গী, ও পদমপুর এলাকার শাহাজাহান আলী, রাজ্বাক, হিরু, সুলতান, সন্তোষ, সুজনসহ প্রায় ৫০জন বিএনপির নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আ’লীগে যোগদান করেছে। যোগদান অনূষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন, যোগদান কারীদের ফুলের মাল্য দিয়ে বরণ করে নেন। বিশেষ অতিখির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল,লেহেম্বা ইউপি আ’লীগ সম্পাাদক রওশন আলী , আ: রহিম (মেম্বার) ছাত্রলীগ নেতা সোহেল। উক্ত অনূষ্ঠান পরিচালনা করেন, হিরু।

Leave A Reply

Your email address will not be published.