Connecting You with the Truth

রংপুরে শিলাবৃষ্টি

imagesডেস্ক :  বুধবার রাত হতে ঢাকা, বগুড়া, গাইবান্ধাতে প্রবল ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হবার পর আজ বৃহস্পতিবার ভোর রাত হতে রংপুরে বেশ কিছুক্ষন প্রচন্ড শিলা বৃষ্টি হয় । বৃহস্পতিবার সকাল ৬.৩০ দিকে প্রায় ০৫মিঃ ধরে শিলা বৃষ্টি হয়।প্রথমে কিছুটা মেঘের ডাকাডাকি এর পর এক ফোঁটা দু’ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে এক সময় শুরু হয় অঝোর ধারায় শিলা বৃষ্টি। খুব শান্ত প্রকৃতি যেন হঠাৎ চঞ্চল হয়ে ওঠে একটানা ০৫ মিনিটের শিলাবৃষ্টিতে। তার পর প্রকৃতি যেন আবারো হয়ে ওঠে শান্ত- স্নিগ্ধ। রংপুরের প্রায় প্রতিটি থানাতে এই শিলা বৃষ্টির কথা শোনা গেছে।

 

Comments
Loading...