দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র্যালী , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উত্তম শর্মা, বীরগঞ্জ প্রতিনিধিঃ বীরগঞ্জ উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮র্মাচ আন্তজার্তিক নারী দিবস পালন উপলক্ষে রবিবার দুপুর ১২টায় বিভিন্ন এনজিওরসমন¦য়ে এক বনাঢ্য বিশাল র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালিতে অংশ গ্রহন করে মহিলা অধিদপ্তর , কারিতাস, গুড নেইবারস বাংলাদেশ সিডিপি বীরগঞ্জ , দ্বীপ শিখা বীরগঞ্জ, সিডিএ বাংলাদেশ, আরডিআরএস, ন্যাজারিন মিশন, পল্লীশ্রী। বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার রাসেল মুনজুরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল । তিনি বলেন নারীরা মায়ের সমান তাদেরকে সর্বস্তরে সন্মান দিয়ে চলতে হবে। নারী সমাজ কে বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয় । জনসংখ্যার অর্ধেক নারী সে কথা আমাদের ভূলে গেলে চলবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, আঞ্জুয়ারা বেগম, অনিতা রায়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিরঞ্জন সাহা পিন্টু, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক উত্তম শর্মা। অপরদিকে সকাল ১০টায় উপজেলার মাহানপুর সি.ডি.পি বাংলাদেশ কার্যালয়ে তাহমিনার সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বাদশা, সি.ডি.পি বাংলাদেশের ম্যানেজার রুমন কুইয়া, বীরগঞ্জ সু-প্রতিবেশী সঞ্চয় ঋণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ঝর্ণা রায় ও কিরণ বারুই।