Connecting You with the Truth

মগবাজার-মালিবাগ রাস্তা ঠিক না হলে প্রধানমন্ত্রীর কাছে নালিশ

স্টাফ রিপোর্টার:
আগামী ১০ দিনের মধ্যে মগবাজার-মালিবাগ সড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আর এ সময়সীমার মধ্যে রাস্তা ঠিক না হলে সিটি করপোরেশন, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরসহ (এলজিইডি) সংশ্লিষ্ট ৮ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে লিখিত নালিশ করবেন বলেও মন্ত্রী জানান। গতকাল দুপুর সোয়া ১টায় রাজধানীর মগবাজার মালিবাগ সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মগবাজার-মালিবাগ সড়কের বর্তমান দশা একেবারেই বেহাল। সড়কের এ অবস্থা দূর করে আগামী ১০ দিনের মধ্যে তা চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হয় তো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সংশিষ্টদের বিরুদ্ধে লিখিত নালিশ দেওয়া হবে। মন্ত্রীর এ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদসহ সড়ক বিভাগ ও মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা।

Comments
Loading...