ভূমধ্যসাগরে তিন শতাধিক অভিবাসী উদ্ধার
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে শুক্রবার ২২৮জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। একই দিন তিউনিসিয়ার জেলেরা ৮০জন অভিবাসীকে উদ্ধার করেছে। গত সপ্তাহে ভূমধ্যসাগরে ইতালি উপকূলের কাছে অভিবাসীদের একটি নৌকা ডুবে ৮শ জনের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। অভিবাসীদের সাগর থেকে উদ্ধার করতে তল্লাশি অভিযানের ব্যয় তিনগুন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। এছাড়া মানব পাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ারও সিদ্ধান্ত হয়।